Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, ২৬ জানুয়ারি সকালে খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীরা আদিব ও তার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়, এতে কয়েকজন আহত হন। জুবায়ের এই ঘটনাকে অন্যায় ও সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।

তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব। এ বিষয়ে কোনো শৈথিল্য জনগণ মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।