Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাপের কাছে রাশিয়া কখনো নত করবে না। ট্রাম্প প্রশাসন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রোসনেফট ও লুকঅয়েল এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ পদক্ষেপের লক্ষ্য ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের তহবিল বন্ধ করা। পুতিন স্বীকার করেছেন, নিষেধাজ্ঞার ফলে অর্থনীতিতে “কিছু ক্ষতি” হতে পারে, কিন্তু এটি রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার ব্যর্থ চেষ্টা। তিনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ওপর আক্রমণ হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখা দেবে। এ সময় চীন ও ভারত রাশিয়ার তেল আমদানি কমাচ্ছে। পাশাপাশি, হাঙ্গারের বুদাপেস্টে পুতিন-ট্রাম্প শীর্ষ বৈঠকও বাতিল হতে পারে, তবে পুতিন এখনও সংলাপে আগ্রহী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।