Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন, কেউ আমাদেরকে মুগ্ধ করেন, অভিভূত করেন। তাদের গুণপনায় আমরা বশীভূত হই। তারা তাদের যোগ্যতায়, দক্ষতায়, জাদুকরী নৈপুণ্যে আমাদেরকে রূদ্ধবাক করেন, শিহরিত করেন, বিষ্ময়ে বিমূঢ় করেন। আমরা আবিষ্ট, আচ্ছন্ন, বিহ্বল হই কারো রূপে, ভূমিকায়, কর্মক্ষমতায়। তবে এই আবেশ কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা আলাদা, ব্যাখ্যাতীত এক অনুভূতি। তিনি বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস তেমন একজন কৃতিপুরুষ, তার গুণপনায় আমরা অভিভূত। কিন্তু তাকে একান্ত আপন করে ভালোবাসা যায় না। তিনি সর্বজনীন, তিনি সকলের। এমনকি তিনি কেবল বাংলাদেশের নন, তিনি সারা বিশ্বের। আমাদের ভালোবাসা হচ্ছে দোষে-গুণে মেশানো একটি দল। নন্দিত ও নিন্দিত এ দল আমাদের সমতুল্য, আমাদের সমান মাপের, আমাদের কাছের, আমাদের আপন, আমাদের একান্ত নিজের, আমাদের অকারণ ভালোবাসা। এ দলই পাপে-তাপে ভরা সরল-গরল আমাদের নিয়তি। এ নিয়তি খণ্ডাবে কে?

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।