সিএমপি ১৬ থানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ও পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সিএমপির গণসংযোগ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।