Web Analytics

অ্যাশেজের মেলবোর্ন টেস্টে বোলারদের দাপটের মধ্যেও জয়ের পথে রয়েছে ইংল্যান্ড। তিন ইনিংসেই কোনো দল দেড়শ রানের ঘর ছাড়াতে পারেনি। সর্বশেষ খবর অনুযায়ী, ইংল্যান্ড ১২ ওভারে ৭৭ রানে ২ উইকেট হারিয়ে ব্যাট করছে। জয়ের জন্য তাদের দরকার আরও ৯৮ রান, হাতে রয়েছে ৮ উইকেট। লক্ষ্য ১৭৫ রান।

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায়। ব্রাইডন কার্স ৩৪ রানে ৪ উইকেট এবং বেন স্টোকস ২৪ রানে ৩ উইকেট নেন। জশ টাঙ ও গাস আটকিনসন যথাক্রমে ২ ও ১টি উইকেট নেন। পুরো ইনিংসে ১০টি উইকেটই নিয়েছেন পেসাররা। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ১৫২ রান, ইংল্যান্ড গুটিয়ে যায় ১১০ রানে।

বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড চতুর্থ ইনিংসে প্রতিরোধ গড়ে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, যা চলতি অ্যাশেজে তাদের প্রথম জয় হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।