Web Analytics

ইউনেক্স-সানরাইজ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে বাংলাদেশের আল আমিন জুমার ও ঊর্মি আক্তার জুটি ইতিহাস গড়েছেন। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ইভেন্টের মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেও তারা স্বর্ণ জিততে পারেননি। শনিবারের ফাইনালে মালয়েশিয়ার জুটির কাছে ২৭–২১ ও ২১–১৪ পয়েন্টে হেরে রৌপ্য পদক পান তারা। এই অর্জন বাংলাদেশের ব্যাডমিন্টনে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবসের কারণে ফাইনালে কোনো আনুষ্ঠানিকতা হয়নি; খেলোয়াড় ও কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করেন। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যা ডন দুই শাটলারকে মোট এক হাজার ডলার পুরস্কার দেন এবং বিদেশি কোচসহ উন্নত প্রশিক্ষণের আশ্বাস দেন। ম্যাচ শেষে জুমার বলেন, ফাইনালে ওঠা আনন্দের হলেও চ্যাম্পিয়ন হতে না পারায় কিছুটা হতাশা আছে। ঊর্মি জানান, তিন মাসের প্রশিক্ষণ তাদের সাফল্যের মূল কারণ।

এই টুর্নামেন্টে ভারত, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও থাইল্যান্ডের খেলোয়াড়রাও বিভিন্ন ইভেন্টে স্বর্ণ জিতেছেন। বাংলাদেশের এই সাফল্য এসএ গেমসের আগে ব্যাডমিন্টনে নতুন আশার সঞ্চার করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।