Web Analytics

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছে। শুনানিগুলো আগামী ৩ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত দেন। অভিযুক্ত কর্মকর্তাদের আইনজীবীরা ভবিষ্যতে ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে আবেদন করেছেন। একইসঙ্গে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ট্রাইব্যুনালের বিচারকদের ছবি ও আদালত অবমাননাকর মন্তব্য অপসারণের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে, ৮ অক্টোবর অভ্যুত্থানকালীন হত্যাকাণ্ডসহ তিন মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং পরে ১৫ কর্মকর্তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।