মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার পর চীন পাল্টা পদক্ষেপ হিসেবে ২০টি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও ১০ জন নির্বাহীর ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চীনে থাকা সম্পদ জব্দ করা হবে এবং দেশীয় সংস্থা ও ব্যক্তিদের তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিষিদ্ধ করা হবে।
বেইজিং ওয়াশিংটনের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, তাইওয়ান প্রশ্নটি চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন-মার্কিন সম্পর্কের প্রথম সীমারেখা। এই ‘রেড লাইন’ অতিক্রম করা উচিত নয় বলে সতর্ক করেছে চীন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ান নিয়ে যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে তারা শক্ত প্রতিক্রিয়া জানাবে।
চীন যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি ও তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহার মেনে চলার আহ্বান জানিয়েছে এবং তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধ করে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অনুরোধ করেছে।