উত্তর কোরিয়া দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা সরাসরি তদারক করেছেন দেশটির নেতা কিম জং উন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো পিয়ংইয়ংয়ের পশ্চিমে সমুদ্রের ওপর নির্ধারিত কক্ষপথে উড়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কিম পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে পারমাণবিক সক্ষমতার টেকসই উন্নয়নের ঘোষণা দেন।
কেসিএনএ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি। তবে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, তাদের সামরিক বাহিনী রোববার সকালে পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। সংস্থাটি জানায়, উত্তর কোরিয়া বছরের শেষের দিকে আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।
কিম বলেন, নিরাপত্তা হুমকির কারণে পারমাণবিক সক্ষমতার নিয়মিত পরীক্ষা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, পিয়ংইয়ং সীমাহীন ও টেকসই পারমাণবিক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে।