Web Analytics

ছাত্রনেতৃত্বাধীন সংগঠন ইনকিলাব মঞ্চ তাদের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা সংগঠনটির বাইরে কোনো নির্দেশনা বা প্ররোচনায় সাড়া না দেন। শুক্রবার বিকেলে সংগঠনটির ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ইনকিলাব মঞ্চ শহিদ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসবে। ছাত্র ও সাধারণ মানুষকে রাজপথে অবস্থান করে বিচারের দাবিতে স্লোগান চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনটি তাদের বার্তায় ঐক্য ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়ে জানায়, তারা খুব শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। এ ঘটনার পর নাগরিক সমাজের সংগঠন ‘সিটিজেন ইনিশিয়েটিভ’ উদ্বেগ প্রকাশ করেছে এবং সাংবাদিক সংগঠনগুলো সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে ছাত্র ও নাগরিকদের মধ্যে ন্যায়বিচারের দাবিতে আন্দোলন জোরদার হচ্ছে এবং প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।