Web Analytics

যুক্তরাজ্য সফরে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বিবিসি প্রশ্ন করে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেও আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিচ্ছেন না কেন? জবাবে প্রধান উপদেষ্টা জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরকে উদ্বৃত করে বলেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে, ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। তিনি জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। অন্তবর্তী সময় পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বিচারকার্যে চলছে। বিবিসির আওয়ামী লীগের সাথে অন্তবর্তীকালীন সরকারের তুলনা করার প্রশ্নকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ড. ইউনূস। রোহিঙ্গাদের বাংলাদেশের সাথে একীভূত করার প্রস্তাব দিলে প্রধান উপদেষ্টা তা সম্ভব নয় বলে জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।