Web Analytics

এনবিআর জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস তথা জুলাইয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ শতাংশ। এনবিআর ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ৩৩ শতাংশ। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট খাতে। এ খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৮ হাজার ৫৭১ কোটি টাকা। ভ্যাট আদায়ের প্রবৃদ্ধির হার ৩২ দশমিক ৪৫ শতাংশ। আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই মাসে একই খাতে আদায় হয়েছিল ৫ হাজার ১৭৫ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ করের প্রবৃদ্ধির হার ২১ দশমিক ৬৫ শতাংশ। আমদানি শুল্ক খাতে জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় ছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা, প্রবৃদ্ধির হার ১৭ দশমিক ৫২ শতাংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।