Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে পদবঞ্চিত জাতীয়তাবাদী ছাত্রদল (জসদ) নেতাকর্মীরা ‘জাগ্রত জবিয়ান’ নামে নতুন একটি প্যানেল গঠন করেছেন। সোমবার (১৭ নভেম্বর) শহীদ সাজিদ ভবনের নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে এই প্যানেলের ঘোষণা দেন তারা। প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম রফিক, জিএস পদে তৌহিদ চৌধুরী এবং এজিএস পদে মেহেদী হাসান আকন। তারা জানান, আবাসন, নিরাপত্তা, লাইব্রেরি ও ছাত্র অধিকার ইস্যুগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা করলে পদবঞ্চিত নেতারা ক্ষোভ প্রকাশ করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ডিসেম্বর মাসজুড়ে মনোনয়ন, যাচাই, প্রচারণা চলবে এবং ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।