কুমিল্লার দেবিদ্বারে একটি বিউটি পার্লার থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দেবিদ্বার থানা পুলিশের একটি দল উপজেলা গেট এলাকার ওমেন্স পারসোনা পার্লার থেকে লাশটি উদ্ধার করে। নিহতের নাম নাদিয়া আক্তার, তিনি ওই পার্লারে বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন। নাদিয়া দেবিদ্বার উপজেলার ধলাহাস গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পার্লারের ভেতর থেকে নাদিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।