ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে যশোর-২ আসনের চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদও রয়েছেন। নির্বাচন কমিশন অফিস জানিয়েছে, তিনি আপিল করার সুযোগ পাবেন এবং আপিলে যথাযথ তথ্য প্রদান করলে প্রার্থিতা ফিরে পেতে পারেন।
মনোনয়ন বাতিলের পর ডা. ফরিদ তার নির্বাচনি এলাকার ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্বাচন কমিশনের দেওয়া আপত্তিটি তার অজ্ঞাত ছিল, তবে বিষয়টি ইতোমধ্যে সমাধান করা হয়েছে। কমিশনের পরামর্শ অনুযায়ী সংশোধনীসহ আপিল করা হবে এবং তার আইনজীবীরা আশ্বস্ত করেছেন যে আপিলের মাধ্যমে বিষয়টি ঠিক হয়ে যাবে।
তিনি জানান, আগামী দুই কর্মদিবসের মধ্যে আপিল দাখিল করা হবে এবং তিনি ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।