বাংলাদেশে প্রতি বছর গড়ে ৩.৩৬ মিলিয়ন বজ্রপাত হয় এবং এতে প্রায় ৩৫০ জনের মৃত্যু ঘটে বলে জানিয়েছেন রাইমসের আবহাওয়াবিদ খান মোহাম্মদ গোলাম রাব্বানী। আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবসে এক সেমিনারে তিনি জানান, সাম্প্রতিক সময়ে বজ্রপাত ১০% পর্যন্ত বেড়েছে। সুনামগঞ্জ, নেত্রকোণা ও সিলেট জেলাগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এপ্রিল-মে মাসে ঝুঁকি বেশি। দুর্যোগ ব্যবস্থাপনায় সিপিপিকে পূর্ণাঙ্গ দপ্তর হিসেবে গড়ে তোলার কাজ চলছে। অনুষ্ঠানে বজ্রপাতকালে নিরাপদ থাকার উপায় ও সচেতনতামূলক পরামর্শ তুলে ধরা হয়।