Web Analytics

মঞ্চ-২৪ দাবি করেছে যে জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এই দাবি জানান এবং জাতীয় পার্টির ২২৪টি আসনে মনোনয়নপত্র দাখিলের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে ফাহিম ফারুকী অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের মাধ্যমে দেশে স্বৈরাচারী শাসন চালিয়েছে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের দায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি উভয়েরই বহন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টির কার্যক্রম এখনো বন্ধ হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

মঞ্চ-২৪ জানায়, জাতীয় পার্টিসহ সহযোগী দলগুলোর বিরুদ্ধে সরকারকে ইতিমধ্যে দুই দফা উকিল নোটিশ দেওয়া হয়েছে। সংগঠনটি হুঁশিয়ারি দেয়, ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে তারা কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।