Web Analytics

টানা বৃষ্টিতে বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে, যেখানে বাস্তুচ্যুত হাজারো মানুষের তাঁবু পানিতে তলিয়ে গেছে। আরব গণমাধ্যম জানায়, অনেক পরিবার তাঁবুর ভেতর আটকা পড়ে সহায়তার জন্য রাফাহর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সঙ্গে যোগাযোগ করছে।

ইসরাইলি হামলায় গাজার প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে, এবং পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। দুই মাসের যুদ্ধবিরতি চললেও এখনো টেকসই অস্থায়ী আশ্রয় নির্মাণের কোনো উদ্যোগ শুরু হয়নি, ফলে বন্যা পরিস্থিতি তাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে, অবিলম্বে অবকাঠামো ও নিষ্কাশন ব্যবস্থা না নিলে পরবর্তী বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এবং রোগব্যাধির ঝুঁকি বাড়বে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।