Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভূমিকম্পে শিক্ষার্থী আহত হওয়া এবং ক্যাম্পাসজুড়ে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর আগামী ২৩ নভেম্বর রোববারের সব অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। শনিবার পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শনিবার সন্ধ্যায় ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়, এতে শামসুন্নাহার হলে তিনজন শিক্ষার্থী আহত হন। এর আগের দিন শুক্রবারের ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল ও ভবনে ফাটল সৃষ্টি হয় এবং ২২ জন শিক্ষার্থী আহত হন। এসব ঘটনার পর থেকে ক্যাম্পাসে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।