রাজধানীর তেজগাঁও এলাকায় বুধবার রাতে একটি ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রেলওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বগিটিতে আগুন দেয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার পর বগির দুটি সিট পুড়ে যায়। রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও ঘটনাস্থল রেলওয়ে থানার আওতাধীন, তেজগাঁও থানা থেকেও পুলিশ সহযোগিতা করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।