Web Analytics

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। তারা জানান, খালেদা জিয়ার অবস্থা এখনো ক্রিটিক্যাল হলেও তিনি সজ্ঞান ও সজাগ আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন। এনসিপির ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণের কারণে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও নিয়মিত তার খোঁজ নিচ্ছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।