Web Analytics

জাপানি কনসোর্টিয়াম সুমিটোমো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে। জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান। তিনি বলেন, সুমিটোমো দ্রুততম সময়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে আলোচনায় বসতে চায়। বাণিজ্য উপদেষ্টা জানান, বিমানবন্দর অবকাঠামো খাতে জাপানের অংশগ্রহণ ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করবে। ইপিএ চুক্তি বাস্তবায়িত হলে জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, জাপান দূতাবাস ও সুমিটোমো করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।