ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ প্রসঙ্গে এক্স -এ প্রকাশিত এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাই উত্তেজনা প্রশমনের একমাত্র গ্রহণযোগ্য পথ। ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো আন্তর্জাতিকভাবে উদ্বেগের বিষয় এবং এই সমস্যার সমাধান শুধুমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। ফরাসি প্রেসিডেন্ট দাবি করছেন, তিনি ইরানের প্রেসিডেন্টকে দুই ফরাসি বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে ফ্রান্সের কোনো স্থাপনা বা নাগরিকের ওপর যাতে হামলা না হয়, সেদিকে ইরানকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।