Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে অনুষ্ঠিত হল সংসদ নির্বাচনে ছাত্রী সংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য পরিষদ’ বিপুল জয় পেয়েছে। ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১৩টি পদের মধ্যে ১০টিতেই তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণের প্রায় ৩০ ঘণ্টা পর বুধবার দিবাগত রাত ১টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে অদম্য জবিয়ান ঐক্যের জান্নাতুল উম্মে তারিন ৫৭১ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন, যেখানে অপরাজিতার অগ্রযাত্রার ফারজানা রিমি পান ২৩৬ ভোট। জিএস পদে সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোটে এবং এজিএস পদে রেদওয়ানা খাওলা ৫৪৫ ভোটে বিজয়ী হন। ছাত্রদল সমর্থিত অপরাজিতার অগ্রযাত্রা প্যানেল দুটি পদে জয় পায় এবং স্বতন্ত্র প্রার্থী মোছা. খাদিজা খাতুন স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নির্বাচিত হন।

এই ফলাফলে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রভাব সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।