মেয়াদোত্তীর্ণ ও বাতিল হওয়া পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগের নেতা। আটককৃত ছগীর আহমেদ উত্তরা থানা আওয়ামী লীগের সম্পাদক। তিনি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ সহচর। সচিবালয়ের উপকমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ গাড়ি ও পাস ব্যবহার করে জোরপূর্বক সচিবালয়ে ঢুকতে চাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।