চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মেরে বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গণঅভ্যুত্থানের পর ভিন্নমতের কর্মীদের ওপর একের পর এক হামলা, প্রকাশ্য রাজপথে নারীকে লাথি মেরে হেনস্তা, রাস্তা থেকে যুবককে তুলে নেওয়াসহ বহু অপকর্মে জড়িত জামায়াত কর্মী আকাশ রীতিমতো ভাইরাল হয়। ওসি আবদুল করিম জানান, দ্রুত বিচার আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।