বিএনপির টকশো ব্যক্তিত্বদের নিয়ে এক ভার্চুয়াল সভায় তারেক রহমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার, বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বর বা এর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি। এই সময় তিনি টকশো ব্যক্তিত্বদের টেলিভিশনে যুক্তি তর্কের মাধ্যমে তা তুলে ধরার নির্দেশনা দেন। জানা গেছে, বিকাল ৪টার দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, পেশাজীবী, চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষকসহ ৬২ জন অংশ নেন এ বৈঠকে।