চট্টগ্রামের সংবাদ সংগ্রহকালে দুই গণমাধ্যমকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে সিএমপির ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় থানার সামনে বকেয়া বেতনের দাবিতে চলমান শ্রমিকদের বিক্ষোভের তথ্য সংগ্রহকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যায়যায়দিনের প্রতিনিধি শাহেদুল ইসলাম মাসুম এবং আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুল কাইয়ুম বলেন, সংবাদ সংগ্রহে গেলে তাদের ধাওয়া দেয়া হয়। এসময় তাদের মোবাইল ও মাইক্রোফোন কেড়ে নিয়ে দুর্ব্যবহার করেন ওসি। এক পর্যায়ে মাসুমকে টেনেহিচড়ে থানা হাজতখানায় নিয়ে যায় পুলিশ। প্রায় ২০ মিনিট আটকে রাখা হয়। পরে অন্যান্য গণমাধ্যমকর্মীদের তোপের মুখে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত করে ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয় সংগঠনটি।