একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
চট্টগ্রামের সংবাদ সংগ্রহকালে দুই গণমাধ্যমকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে সিএমপির ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় থানার সামনে বকেয়া বেতনের দাবিতে চলমান শ্রমিকদের বিক্ষোভের তথ্য সংগ্রহকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যায়যায়দিনের প্রতিনিধি শাহেদুল ইসলাম মাসুম এবং আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুল কাইয়ুম বলেন, সংবাদ সংগ্রহে গেলে তাদের ধাওয়া দেয়া হয়। এসময় তাদের মোবাইল ও মাইক্রোফোন কেড়ে নিয়ে দুর্ব্যবহার করেন ওসি। এক পর্যায়ে মাসুমকে টেনেহিচড়ে থানা হাজতখানায় নিয়ে যায় পুলিশ। প্রায় ২০ মিনিট আটকে রাখা হয়। পরে অন্যান্য গণমাধ্যমকর্মীদের তোপের মুখে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত করে ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয় সংগঠনটি।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।