Web Analytics

বাংলাদেশ সরকার চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হঠাৎই ৫৫ হাজার কোটি টাকা বাড়িয়ে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা থেকে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকায় উন্নীত করেছে, যা ১১ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি। এনবিআর কর্মকর্তারা একে নজিরবিহীন ও অবাস্তব বলে মন্তব্য করেছেন, কারণ বিনিয়োগে মন্দা, রপ্তানি আয় হ্রাস ও অর্থনৈতিক স্থবিরতার কারণে লক্ষ্য অর্জন কঠিন হবে। কর্মকর্তাদের ধারণা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপেই এই সিদ্ধান্ত এসেছে। আইএমএফ রাজস্ব বাড়াতে কর অব্যাহতি বাতিল, ন্যূনতম কর নির্ধারণ ও ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর পরামর্শ দিয়েছে। সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেছেন, জিডিপির তুলনায় রাজস্ব আয় কম এবং করফাঁকি রোধে কঠোর ব্যবস্থা প্রয়োজন। আইএমএফের ৫৫০ কোটি ডলারের ঋণচুক্তির অংশ হিসেবে এখন পর্যন্ত ৩৬৪ কোটি ডলার ছাড় হয়েছে। এনবিআর চেয়ারম্যান বিদেশ থেকে ফিরে এলে নতুন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।