Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেছে। ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নির্বাচন ভবনে অ্যাপটির উদ্বোধন করেন। তিনি বলেন, এটি গণতন্ত্রে প্রবাসীদের অংশগ্রহণের নতুন দিগন্ত খুলে দিয়েছে। ১৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিবন্ধন চলবে। পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের প্রবাসীরা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারবেন। অ্যাপটি অনলাইনে নিবন্ধন ও ম্যানুয়াল ভোটদানের হাইব্রিড পদ্ধতিতে পরিচালিত হবে। ইসি জানায়, প্রযুক্তিগত ত্রুটি দেখা দিতে পারে, তাই ব্যবহারকারীদের পরামর্শ নেওয়া হবে। প্রবাসীদের পাশাপাশি দেশের বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ভোটাররাও ডাকযোগে ভোট দিতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক বাংলাদেশিদের গণতান্ত্রিক অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।