Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা উসকে দেওয়া এবং নির্বাচন বানচালের চেষ্টা করা কনটেন্ট সরাতে মেটাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি গত শুক্রবার মেটাকে পাঠানো এক চিঠিতে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট পর্যন্ত বাংলাদেশ-সংক্রান্ত কনটেন্টের ওপর বিশেষ নজরদারি বজায় রাখার আহ্বান জানায়। চিঠিতে বলা হয়, মেটার প্ল্যাটফর্মগুলো বাস্তব জীবনে সহিংসতা ও গণমাধ্যমে হামলার উসকানির মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ফেসবুকে কিছু ব্যক্তি ওসমান হাদির মৃত্যুকে সমর্থন জানিয়ে এবং সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছেন, যার পর দুটি পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ ঘটে। সরকার অভিযোগ করেছে, বারবার অনুরোধ সত্ত্বেও মেটা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেনি। এতে নাগরিকদের নিরাপত্তা, সংখ্যালঘুদের সুরক্ষা ও গণতান্ত্রিক প্রক্রিয়া হুমকির মুখে পড়ছে।

চিঠিতে মেটাকে আহ্বান জানানো হয়েছে বাংলা ভাষায় কনটেন্ট মডারেশন জোরদার করতে, কমিউনিটি স্ট্যান্ডার্ড কঠোরভাবে প্রয়োগ করতে এবং সহিংসতা বা ভয়ভীতি ছড়ানো কনটেন্ট তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে। মেটার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।