লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশি যুবক সবুজ মিয়া। বৃহস্পতিবার ভোরে শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। প্রায় ১৬ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিরগোমানী বিওপির কাছে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভারতীয় পুলিশ লাশটি বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের গুলির ঘটনা দুই দেশের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পরিবর্তে অপ্রাণঘাতী ব্যবস্থার দাবি জানিয়ে আসছে।