মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইলের ঘোস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার প্রান্তিক ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসেবা পেয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ক্যাম্পে রোগীরা বিভিন্ন রোগের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। তিনি বলেন, মানিকগঞ্জের অনেক মানুষ দূরত্ব বা আর্থিক সমস্যার কারণে সময়মতো হাসপাতালে যেতে পারেন না, তাই তাদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে গ্রামীণ জনগণ সহজে স্বাস্থ্যসেবা পেতে পারেন।