Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংস্কার প্রশ্নে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জয় নিশ্চিত করতে আসনভিত্তিক প্রচারণা শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছে, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বে সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে। আর যেসব আসনে প্রার্থী নেই, এমন ২৭০টি আসনে ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। তারা স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে এনসিপির অবস্থান, গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

এনসিপি জানিয়েছে, এই পদ্ধতির মাধ্যমে তারা সারা দেশে একটি সমন্বিত ও সর্বব্যাপী প্রচারণা নিশ্চিত করতে চায়, যাতে প্রার্থী থাকা বা না থাকা—সব আসনেই দলের বার্তা পৌঁছে দেওয়া যায় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা সম্ভব হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।