আগামী ১৫ আগস্ট থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিজের নামে রাখতে পারবেন—বিটিআরসির নতুন নির্দেশনা অনুযায়ী। যাদের নামে ১০টির বেশি সিম আছে, তাদের পছন্দমতো ১০টি বেছে নিতে বলা হবে। বেশি ব্যবহৃত ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবার সঙ্গে যুক্ত সিমগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। সিদ্ধান্তটির লক্ষ্য সিম জালিয়াতি ও অপব্যবহার ঠেকানো। বর্তমানে ৮০% গ্রাহকেরই পাঁচটির কম সিম রয়েছে, ফলে অধিকাংশের ওপর এর প্রভাব পড়বে না। অপারেটররা গ্রাহকদের সচেতন করতে প্রচারণা চালাবে।