Web Analytics

আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতের পর আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার হেরাত প্রদেশের কাবকান এলাকায় ছাদ ধসে একই পরিবারের পাঁচ সদস্য মারা যান। হেরাতের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী জানান, নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএনডিএমএ) মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানান, সোমবার থেকে বন্যাকবলিত জেলাগুলোতে এসব হতাহতের ঘটনা ঘটেছে। বন্যায় উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, গবাদি পশু মারা গেছে এবং প্রায় ১ হাজার ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যবেক্ষক দল পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের সংঘাত, দুর্বল অবকাঠামো, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব আফগানিস্তানে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি আরও বাড়িয়ে তুলেছে। গত আগস্টে ৬ মাত্রার ভূমিকম্পে দেশটিতে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।