ভোলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফাওজুল করিম খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দীনের গাড়ির সামনে শুয়ে পড়ে স্থানীয় জনতা পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ দাবিগুলোর বিষয়ে আশানুরূপ প্রতিশ্রুতি না পাওয়ায় ক্ষুব্ধ জনতা গাড়ি অবরোধ করে রাখে প্রায় পাঁচ মিনিট। পরে জেলা বিএনপি নেতারা এসে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেন। আন্দোলনকারীরা জানান, সেতু নির্মাণের বিষয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও কাজ শুরু হয়নি। তারা শনিবার সুন্দরবন গ্যাস কোম্পানি ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের সামনে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।