জাকসু নির্বাচন চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ফজিলাতুন্নেসা মুজিব হলে ১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বন্ধ হওয়ার ১ ঘণ্টা পর এই ভোটগ্রহণ কার্যক্রম পুনরায় শুরু হয়। এর আগে, বেলা ১১টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অনুমতি ব্যতীত মেয়েদের এই হলে প্রবেশ করলে বিতর্কের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ ভোট গ্রহণ বন্ধ করে দেয়। তবে সাদি বলেন, আমি এখানে একজন শিক্ষকের সাথে এসেছিলাম। তার অনুমতি সাপেক্ষেই ছিলাম। এরও আগে, সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এবং ছাত্রশিবির সমর্থিত আরিফ উল্লাহ আদিব। এসময় ছাত্রদলের প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেয়ার অভিযোগ করেন। কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালেট পেপার ছাপানোর অভিযোগও করেন তিনি। তবে সাধারন শিক্ষার্থীদের ওপর আস্থা রাখতে চান ছাত্রশিবিরের প্রার্থী।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।