Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ ঢাকা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গলবার তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করে সেদিনই জমা দেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ি, দনিয়া ও কাজলাসহ ঘনবসতিপূর্ণ এলাকা নিয়ে গঠিত এই আসনটি জাতীয় সংসদের ১৭১ নম্বর আসন। সৌরভ বলেন, তিনি এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশা ও নাগরিক ভোগান্তি কাছ থেকে দেখেছেন এবং তাদের মৌলিক সেবা নিশ্চিত করতে আন্তরিক উদ্যোগ, দূরদর্শী পরিকল্পনা ও স্বচ্ছ নেতৃত্ব প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের রাজনীতি এখন পরিবর্তনের দ্বারপ্রান্তে এবং জনগণ এমন নেতৃত্ব চায় যারা সারা বছর মানুষের পাশে থাকবে। এনসিপি সেই লক্ষ্যেই নতুন নেতৃত্ব গড়ে তুলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।