Web Analytics

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) মেট্রো রেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড ব্যবহারে সুবিধা আনতে নতুন মোবাইল অ্যাপ চালু করেছে। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে র‍্যাপিড পাস অ্যাপের মাধ্যমে সহজেই কার্ড রিচার্জ করা যাবে। প্রাথমিক পর্যায়ে নতুন অ্যাপ হওয়ায় কিছু ফিচারে সাময়িক সমস্যা দেখা দিতে পারে, তবে ডিটিসিএর টেকনিক্যাল টিম নিয়মিতভাবে উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করছে।

যেসব গ্রাহক ইতোমধ্যে rapidpass.com.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন, তারা একই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করতে পারবেন। লগইনের পর ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। ব্যাংক কার্ড ছাড়াও বিকাশ ও নগদের মাধ্যমে রিচার্জের সুযোগ থাকবে। অ্যানড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপ স্টোরে “Rapid Pass” লিখে সার্চ দিয়ে বা নির্দিষ্ট লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

ডিটিসিএ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে যাত্রীদের জন্য রিচার্জ প্রক্রিয়া আরও সহজ ও ডিজিটাল হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।