Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দে ওসির পর এবার বদলি করা হলো ইউএনও মো. নাহিদুর রহমানকে। প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তাকে বদলিপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানকে (১৮১৭৮) প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ২১ সেপ্টেম্বর অপরাহ্ণ থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন। এ বিষয়ে ইউএনও নাহিদুর রহমান বলেন, এটি সরকারি চাকরির নিয়মিত বদলির অংশমাত্র। এর সঙ্গে অন্য কোনো বিষয় সম্পৃক্ত নয়। প্রসঙ্গত, গোয়ালন্দের বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার কাবাসদৃশ ১২ ফুট উঁচু পাকা কবরটি নিচু করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান ও দাবি আদায়ের জন্য ৪ অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় ৫ সেপ্টেম্বর শান্তি সমাবেশ আহবান করা হয়। সমাবেশ চলাকালে একদল বিক্ষুব্ধ জনতা পুলিশ ও ইউএনওর গাড়ি ভাঙচুর করার পর নুরাল পাগলার বাড়িতে গিয়ে হামলা চালায়। লাশ পুড়িয়ে দেয় এবং একজনকে হত্যা করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।