Web Analytics

পাবনার ভাঙ্গুড়ায় পৃথক অভিযানে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পুইবিল গ্রামের মহসিন আলীর ছেলে বায়েজিদ হোসেন এবং পাথরঘাটা গ্রামের আয়েজ উদ্দিন মানিকের ছেলে সুমন হোসেন। সোমবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

ওসি জানান, অষ্টমনিষা ইউনিয়নের বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বায়েজিদ সাংবাদিক মানিক হোসেনের ওপর হামলার মামলার দ্বিতীয় আসামি হিসেবেও অভিযুক্ত। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা দমনে এই অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, রাজনৈতিক অস্থিরতা রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।