Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারি নির্ধারিত মহাসমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা করেছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়।

সভায় মহাসমাবেশের বিভিন্ন দিক পর্যালোচনা করে একাধিক উপকমিটি গঠন করা হয় এবং দায়িত্ব বণ্টন করা হয়। উপস্থিত ছিলেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ডা. শফিকুল ইসলাম মাসুদসহ কমিটির অন্যান্য সদস্যরা। তারা সমন্বয় ও অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

জামায়াতে ইসলামীর এই মহাসমাবেশকে দলের সাংগঠনিক সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সভা শেষে নেতারা মহাসমাবেশের সাফল্যের জন্য দোয়া করেন এবং সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।