ইসরাইলের ক্ষেপনাস্ত্র হামলায় তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শাহরান জ্বালানি ডিপোয় আগুন ধরে। জ্বালানি অবকাঠামোয় সেই আগুন তাৎক্ষনিক নিয়ন্ত্রণ করা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সবকিছু এখন নিয়ন্ত্রণে আছে। তাসনিম জানিয়েছে, ইসরাইলি হামলার পর উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের লোক তৎপরতা দেখিয়েছে। ফলে দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে আগুন। এদিকে, শাহরানে হামলার কয়েক ঘণ্টা পর ইসরাইলের তেল ডিপোতে হামলা চালিয়েছে ইরান। ইসরাইলের কয়েকটি শহরে রোববার রাতে ক্ষেপনাস্ত্র হামলা চালায় তেহরান। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর।