Web Analytics

নতুন বছরটা হতাশায় শুরু হলো আল নাসরের জন্য। সৌদি প্রো লিগে টানা দশ জয়ের রেকর্ড গড়া দলটি এবার ৩-২ ব্যবধানে হেরে বসেছে আল আহলির কাছে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন নিষ্প্রভ। আল আহলির পক্ষে ইংলিশ ফরোয়ার্ড টোনি ইভানস দুটি গোল করেন এবং মেরিহ দেমিরাল একটি গোল যোগ করেন। আল নাসরের হয়ে দুটি গোলই করেন আব্দুল্লাহ আল-আমরি।

ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল করেন টোনি, এরপর ২০তম মিনিটে নিজের অর্ধ থেকে আসা লম্বা পাসে দ্বিতীয় গোল করেন তিনি। ৩০তম মিনিটে আল আমরির দূরপাল্লার শটে ব্যবধান কমে আসে এবং বিরতির আগে কর্নার থেকে হেডে সমতা ফেরান তিনি। দ্বিতীয়ার্ধে আল আহলি আবার নিয়ন্ত্রণ নেয় এবং ৫৩তম মিনিটে দেমিরালের শটে জয় নিশ্চিত হয়।

এই হারের ফলে চলতি মৌসুমে ১১ ম্যাচ পর প্রথমবারের মতো পরাজয়ের মুখ দেখল আল নাসর। এর আগে তাদের সংগ্রহ ছিল ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।