ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার জোট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে তাত্ক্ষণিক সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্তে গভীরভাবে হতাশ। বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরও ইরানের হামলার মুখে ইসরায়েল দিন দিন অসহায় হয়ে পড়ছে। ইসরায়েলি পত্রিকা হারেৎজ-এর কলামিস্ট গিডিয়ন লেভি বলেন, ট্রাম্প সত্যিই যদি অপেক্ষা করেন, তাহলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। এমনকি ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হলেও, ইসরায়েলের দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত হবে না বলে তিনি সতর্ক করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।