Web Analytics

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে পারে। ১৭ জানুয়ারি ২০২৬ রংপুরের আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, সরকার ইতিমধ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেছে এবং সংস্কার বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, এই সরকার তত্ত্বাবধায়ক নয়, বরং নির্বাচন, সংস্কার ও বিচারকে অগ্রাধিকার দিয়ে গঠিত গণঅভ্যুত্থানের সরকার। সংবিধান সংশোধন হলেও গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতির বিকাশ জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বদিউল আলম আরও বলেন, সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের সূচনা মাত্র। এজন্য প্রয়োজন আইন সংস্কার, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করে সমতল ভোটের মাঠ নিশ্চিত করা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।