Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার এক বিবৃতিতে দেশবাসীকে ধৈর্য, সংযম ও বিচক্ষণতার সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর সারাদেশে শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে জামায়াত আমির বলেন, কোনো উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, কিছু পক্ষ এই ক্ষোভকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে, যা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হতে পারে। ডা. শফিকুর রহমান বলেন, গণমাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তিনি ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও বলেন, সংকটময় এই সময়ে জাতীয় ঐক্য, দায়িত্বশীলতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশই দেশের অগ্রগতির একমাত্র পথ। সকল নাগরিককে সচেতনতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।