Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সম্মুখসারির নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাসিত আজাদ। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে সংবাদমাধ্যমকে ফোনে তিনি এ শোকবার্তা জানান। তিনি হাদির আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লামা আজাদ বলেন, হাদি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে সক্রিয় ছিলেন এবং তরুণ প্রজন্মকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আজ সন্ধ্যায় হাদির মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী’ মঞ্চের উদ্যোগে জনসমাবেশের প্রস্তুতি চলছে, যেখানে তার প্রতি শ্রদ্ধা জানাতে সমর্থকরা জড়ো হবেন। এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।