Web Analytics

নেত্রকোনার আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে ইউএনও'কে লাঞ্চিত করেছে দুই যুবদল নেতা। বিষয়টি স্বীকারও করেছেন এক অভিযুক্ত। অভিযুক্ত দুজন হলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম আহবায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম। প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে গিয়ে হামলা চালান নূর ফরিদ খান ও মোদাচ্ছের হোসেন। ওই সময় তারা মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে ঘটনার কারণ জানতে চাইলে ইউএনও রয়েল সাংমাকে লাঞ্চিত করেন। অভিযুক্ত মোদাচ্ছের হোসেন কাইয়ুম বলেন, ‘একজন আমার ম্যাসেঞ্জার একটি ব্যানারের ছবি দেয়। ওই ব্যানারে বঙ্গবন্ধুর নাম লেখা ছিল। পরে আমরা মঞ্চে গিয়ে বিষয়টি জানতে চাই। এ সময় কিছুটা হট্টগোল হয়। তখন প্রশাসনের লোকজন আমাদের নিশ্চিত করে, ব্যানারে বঙ্গবন্ধুর নাম নেই। পরে আমরা প্রশাসনের কাছে ঘটনার জন্য ভুল স্বীকার করি।’

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।